parbattanews

কাপ্তাইয়ে মাদকদ্রবের অপব্যবহারে সকলকে এগিয়ে আসার আহ্বান

কাপ্তাই মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে র‌্যালী ও সচেতন মুলক ইস্টিকার গাড়িতে লাগানো হচ্ছে

মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ পালন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে বুধবার( ২৬জুন) র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। দিবসটি আলোচনা সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, কাপ্তাই থানার ওসি সৈয়দ নর, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, অ্যধক্ষ এএইচ এম, বেলাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাদির আহমেদসহ প্রমুখ।

অতিথিরা বলেন, সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করতে হলে সকলকে সচেতন হতে হবে তা হলেই দেশ থেকে মাদক ও মানব প্রচার রোধ নিয়ন্ত্রণ করা সম্ভাব হবে। পরে সচেতন মুলক বিভিন্ন স্টিকার মটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন পরিবহনে কর্মকর্তারা নিজ হাতে লাগিয়ে দেন । দিবসটিতে আইনশৃঙ্কলা বাহিনী, স্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Exit mobile version