parbattanews

কাপ্তাইয়ে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি:

‘ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি এবং মাদকে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে কাপ্তাই শিল্প এলাকা যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী বৈশাখী উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯এপ্রিল) বিকাল ৩টায় নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল জুনায়েত কাউছার। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

উদ্বোধনী বক্তব্য রাখেন, মাদক বিরোধী উন্মক্ত বৈশাখী ক্রিকেট টুর্নান্টের আহ্বায়ক মো. আকতার আলম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেটিঘাট বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিরি সাধারণ সম্পাদক ফজুলুল হক, টুর্নামেন্ট খেলার সদস্য সচিব তরিক উল্লাহ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, নুর উদ্দিন সুমন, ইউপি সদস্য মাহাবুব আলমসহ প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে শিলছড়ি ঈগল স্প্রোটিংক্লাব বনাম শিল্প এলাকা ক্রিকেট যুব সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী  খেলায় শিলছড়ি ঈগল স্প্রেটিং ক্লাব বিজয় হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদকে কোন ছাড় নয়। মাদক জাতির সর্বনাশা তাই মাদক থেকে বিরত থাকুন এবং সুন্দর একটি জীবন গড়ুন।

Exit mobile version