parbattanews

কাপ্তাইয়ে ‘মাসিক ব্যবস্থাপনা’ দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি:

‘মাসিক মানে থামা নয়, আর কোন বাধা নয়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চন্দ্রঘোনা খৃষ্টিয়ান হাসপাতাল আরএইচস্টেপ ইউবিআর-২ প্রকল্পের আয়োজনে সোমবার (২৮ মে) স্কুলের কিশোর-কিশোরেধীদের নিয়ে মাসিক ব্যবস্থাপনা দিবস-২০১৮ পালন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা কাপ্তাই-রাজস্থলী উপজেলা ম্যানেজার কাজী মুশফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কিশোরীদের মাসিকের সময় কি কি করনীয় এবং সমাজের ভ্রান্তধারণা, সকল কিছু উপেক্ষা বিভিন্ন স্বাস্থসেবা এবং ক্লিনিকে সেবার ব্যাপারে কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয় নিয়ে অলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নুরনাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক করিব হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলন কাউন্সেলর সুজন কৃষ্ণ সরকার, তন্বী দেওয়ান, আব্দুল আজিজ, নুসাংথুই মারমা, সুইওয়াংসিং মারমা, বিবি মরিয়ম ও শারমিন আক্তারসহ প্রমুখ।

পরে মাসিক স্বাস্থ্যসেবা বিভিন্ন বিষয়ের উপর একটি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Exit mobile version