parbattanews

কাপ্তাইয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস

HILL copy

কাপ্তাই প্রতিনিধি:

বর্ষা মৌসুম এলেই প্রশাসনের ঢাক-ডোল শুরু হয় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ হতে বসবাসরত মানুষদের নিরাপদে সড়ে আসার জন্য। এর পূর্বে মানুষের খোঁজ খবর আর নেওয়া হয় না। কাপ্তাইবাসীর প্রাণের দাবি ছিল মৌজা ঘোষণা করা হলে ভানবাসা, ছিন্নমূল, অসহায় ও দুস্থদের একটু মাথা গোজার ঠাঁই হলে মানুষজন পাহাড়ের পাদদেশ ও ঢালু হতে নিরাপাদে সড়ে আসবে।

কিন্তু এলাকাবাসীর সে আশা চোরাবালিতে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচন, উপজেলা ও ইউপি নির্বাচন হয় এবং সাবাই প্রতিশ্রুতি দেয় কাপ্তাইকে মৌজা বাস্তবায়ন করা হবে। অসহায় পাহাড়ের পাদদেশ ও ঢালুতে বসবাসরত মানুষের মাথাগোজার ঠাঁই হবে।

নির্বাচনের পর আর সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। কাপ্তাই উপজেলার কয়েক কয়েক হাজার মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে নতুনবাজার, ঢাকাইয়া কলোনী, নতুনবাজার কেপিএম টিলা, লগগেইট, কবরস্থান, ব্যাংঙছড়ি, চিৎমরম, বালুরচর, শীতারপাহাড়, শীলছড়ি, বারঘোনা, বড়ইছড়ি হতে রাঙ্গামাটি সড়কের দু’পাশ পাহাড় ও পাহাড়ের ঢালুতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে দেখা যায়।

এলাকাবাসী বলেন, চলতি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ হতে লোকজনদের সরে আনার পূর্বে কাপ্তাই কে মৌজা বাস্তবায়ন এবং পূর্ণবাসন করার দাবি উল্লেখ করা হয়।

Exit mobile version