parbattanews

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য ও ঔষধ রাখায় জরিমানা

ফার্মেসি দোকানে নিয়মবহির্ভূত ও মেয়াদোত্তীর্ণ পশুর ঔষধ ও মৎস্য খাদ্য রাখায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫জুন) বেলা ১২টায় রাঙামাটির কাপ্তাই নতুনবাজার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। দু’টি ঔষধ ফার্মাসিতে নিয়ম বহির্ভূতভাবে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মৎস্য খাদ্য আইন ও পশু খাদ্য আইনে দু’টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

Exit mobile version