parbattanews

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযান, অপ্রয়োজনে বাহির হলে ব্যবস্থা

করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়ও যৌথবাহিনী একযোগে কাজ করছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল বুধবার(২৫মার্চা) সকাল ৯টা থেকে যৌথবাহিনীদের নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে টহল দিয়ে সাবধানতা ও সতর্কতা করে দিচ্ছে। কেউ যেন অপ্রয়োজনে ঘরের বাহির না হয়। এবং অযোথা ঘোরাফেরা না করে।

এ নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও তিনি সকলকে সতর্ক করে। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা, স্বাস্থ্য বিধি মেনে চালা এবং সামাজিক দুরত্ব নিশ্চিতকরনের কথা জানান ।

এছাড়া হাট-বাজার একেবারে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। বিকালে নির্বাহী অফিসার বাদ আছর নতুন বাজার নামাজ শেষে সকল মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এসময় সেনাবাহিনীর অফিসারবৃন্দ, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ নতুনবাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version