parbattanews

কাপ্তাইয়ে লোকালয়ে হনুমানও বানর: অতিষ্ঠ জনগণ

holomen

কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ের লোকালয়ে হনুমান ও বানরের অতিষ্ঠ জনগন। কয়েক কিলোমিটার দুর অতিক্রম করে বনের মুখপোড়া হনুমান ও বানর খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে।

এলাকার লোকজনের লাগানো ফল-সবজি খেয়ে এবং গাছ ভেঙ্গে সাবাড় করে দিচেছ এসকল হনুমান ও বানর। লোকজন জানান যে, বনের বন্যপ্রাণী বহুদুর অতিক্রম করে লোকালয় এসে তাঁদের লাগানো পেঁপেগাছ,শিমগাছ,বড়ই, লাউসহ বিবিধ গাছের সকল ফল খেয়ে সাবাড়তো করছে সাথে সাথে গাছটি পর্যন্ত ভেঙ্গে দিচেছ।প্রতিদিন সকাল এবং বিকালে এরা দলবেধেঁ এসে আমাদের লাগানো ফসলাদি নষ্ট করছে। এদের পাহারা দেওয়ার জন্য প্রায় দিন কাটাতে হচ্ছে। আবার এদের তাড়ানোর জন্য লোকজন ইট, পাথর ছুড়ে আহত করছে।
অভিজ্ঞমহল বলছেন বনের মধ্যে এরা খাবার না পেয়ে লোকলয়ে এসে এর রকম কাজ করছে। বন বিভাগ হতে এদের জন্য পশুখাদ্যর ব্যবস্থা করলে এরা লোকালয়ে এভাবে এসে তান্ডব করতো না ।

Exit mobile version