parbattanews

কাপ্তাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২.১মিনেটে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক এর মাধ্যমে বায়ান্নের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর সকাল ৮টায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগনের অংশগ্রহণে উপজেলা সদর কেন্দ্রিয় শহীদ মিনার চত্তর থেকে প্রভাতফেরী বের করা হয়।

প্রভাতফেরীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯-৩০মিনিটে অফিসার্স ক্লাবে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা রেস্ট হাউজে আবৃত্তি, সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, প্রার্থণা ও মুনাজাত করা হয়।

Exit mobile version