parbattanews

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, প্রাণী সম্পাদ কর্মকর্তা এনামুল হাজারী, মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ও সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন।

আলোচনা বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী দেশ স্বাধীন হবার দুই দিন আগে এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়।

Exit mobile version