parbattanews

কাপ্তাইয়ে শিশুদের খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

কাপ্তাই প্রতিনিধিঃ

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলার ১ থেকে ৫ বছর বয়সী ৭ হাজার ৭শ’ ১৬ শিশুকে লাল রংঙের থেকে ১১মাস বয়সী ১ হাজার শিশুকে নীল রংঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলাটির দূর্গম পাহাড়ের প্রত্যান্ত অঞ্চলসহ সর্বমোট ৮ হাজার ৭শ’ ১৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার ( ফেব্রুয়ারি) সকালে বানৌজা (বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ) শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটির অধিনায়ক এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপজ্জ্বল চাকমা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version