parbattanews

কাপ্তাইয়ে সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে দীপংকর তালুকদার

সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন দীপংকর তালুকদার,

ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের উদ্যোগে ২৫ বছর পূর্তিতে ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর ২য় দিন শনিবার (২৪ আগস্ট) রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সনাতনী সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই সাথে তিনি ২য় দিনের অনুষ্ঠানমালার মহোৎসবে প্রসাদ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই সিং মং মারমা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য ত্রিদিব দাশগুপ্ত, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার অফিসার ইন চার্জ নাসির উদ্দিন, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সম্পাদক স্বপন কান্তি মহাজন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্তসহ সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version