কাপ্তাইয়ে সনাতন ধর্মালম্বীদের মহাবারুণী উৎসব পালিত

fec-image

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট  শ্রীশ্রী মাতা  সীতা মন্দিরে  মহা বারুণী স্নান উৎসব পালন করা হয়েছে। বুধবার দুপুরে কর্ণফুলী নদীতে  স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির,  কালি মন্দিরে পূজা দেওয়া এবং মহাপ্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে দু’দিনব্যাপী এ উৎসবের পরিসমাপ্তি ঘটে।

এদিকে উৎসবটিকে ঘিরে সীতা মন্দিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পূর্ণার্থীদের ঢল নামে। ওইদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং রাত ৮ টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। পাশাপাশি বসেছে সীতা মেলা। বক্তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে সীতা দেবীর কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেছেন।

এদিকে সনাতন ধর্মালম্বীদের এ উৎসবে অতিথি হিসেবে, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলি পেপা  মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম এর প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ এবং কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ  অসংখ্য পূর্ণার্থী এ উৎসবে যোগ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন