কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল ৯টায় কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন( ইফা) রিসোর্স সেন্টারের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইফার এফ,এস মুহাম্মদ নুরুন নবী।

ইফা, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এসময় ইউএনও বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকল ইমাম মসজিদের খুতবায় সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস-জঙ্গীবাদ দূর হবে। তিনি আরোও বলেন, এ বিষয়ে অতীতে মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তব্য দেন ইফার কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও আবদুল সালাম।

এ সময় ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। পরে ইফার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাত, গজল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, জঙ্গিবাদ, প্রতিরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন