parbattanews

কাপ্তাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এবং পুলিশ সদস্য‘সহ আরো ৬ জন করোনা আক্রান্ত

কাপ্তাই নতুন করে আরো ৬ জন করোনা আক্রান্ত। এ নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৭৪ জন এবং সুস্থ হলেন ২৭ জন।

বৃহস্পতিবার (২ জুলাই)সকালে চট্রগ্রাম সিভাসু এবং বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা এবং তার স্ত্রী‘সহ  সর্বমোট ৬ জনের  করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।

আক্রান্তদের মধ্য ২ জন  পুলিশ সদস্য যারা  কাপ্তাই পুলিশ ফাঁড়ি  এবং কাপ্তাই থানায় কর্মরত আছেন।

এছাড়া উপজেলা সদর এলাকার ২৬ বছর বয়সী এক মহিলা এবং ২৪ বছর বয়সী কেপিএম বারঘোনিয়া এলাকার  ১ যুবকের করোনা পজেটিভ আসে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষণ না থাকায়  তারা   থানা এবং ফাঁড়িতে  আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, আক্রান্ত অন্যান্যদের অবস্থা ভালো থাকায় তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এ নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৭৪ জন এবং সুস্থ হলেন ২৭ জন।

Exit mobile version