parbattanews

কাপ্তাইয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা ইলেকট্রনিক উপায়ে প্রদান বিষয়ক সভা

uno-05-10-2016-copy

কাপ্তাই প্রতিনিধি:

সামাজিক নিরাপত্তার কর্মসূচীর ভাতা ইলেকট্রনিক উপায়ে প্রদানের পাইলট কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার বিকাল ৩ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এটুআই প্রোগ্রাম এর সহযোগীতায় রেস্টহাউজে আয়োজিত উক্ত সভায় সভাপতি ছিলেন নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

উক্ত সম্প্রসারণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যার দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ভাইসচেয়ারম্যার সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, মহিলা ভাইসচেয়ারম্যান নুরনাহার বেগম, ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেগ্রাম কো-অর্ডিনেটর মো: তহুরুল হাসান(টুটুল), সেন্টাল সার্ভার ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো: জাকির হোসেন নূর, চট্টগ্রাম ডেপুটি পোষ্টমাস্টার জেনালেল মো: তৈয়ব, ওসি রঞ্জন কুমার সামান্ত, সমাজ সেবা কর্মকর্তা উর্বাশী দেওয়ান,তথ্য অফিসার মো: হারুন, ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচঙ্গ্যা, হেডম্যান অরুন তালুকদার, সার্ংবাদিক কবির হোসেনসহ বিভিন্ন ইউপি সদস্য ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত সভায় সমাজিক নিরাপত্তার কর্মসূচীর মাধ্যমে পোষ্ট অফিসের মাধ্যমে বয়স্কভাতা প্রদান, ক্যাশ কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার কথা উল্লেখ করা হয়।

Exit mobile version