parbattanews

কাপ্তাইয়ে সিএনজি-চাঁদের গাড়ি মুখোমুখি সংর্ঘষে আহত ৪

রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি-সিএনজি মুখোমুখি সংর্ঘষে চালকসহ ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার শিলছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাঁদের গাড়ির চালক রাঙ্গুনিয়া নিশ্চিতাপুরের বাসিন্দা সোহেল এবং সিএনজি চালক মো. মফিজ উদ্দীন। বাকি ২ জনের নাম জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান বলে কাপ্তাই থানা পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজার হতে ছেড়ে আসা দুইটি চাঁদের গাড়ি সড়কে বেপরোয়া গতিতে চলছিলো। একই সাথে গাড়ি দুটি একটিকে অন্যটি ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলো। এক পর্যায়ে কাপ্তাই শীলছড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথে ধাক্কা দেওয়া চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুদূর সামনে গিয়ে উল্টে যায় এবং একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে এ ঘটনায় সিএনজি চালক আহত হলেও সামান্যর জন্য প্রাণে বাঁচে সিএনজির যাত্রীরা। পরে স্থানীয়রা আহতদের কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করেন।

চাঁদের গাড়ি দুটি কাপ্তাই থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন।

Exit mobile version