parbattanews

কাপ্তাইয়ে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে বখাটের একমাসের কারাদণ্ড

কারাদণ্ড

কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে মুন্সি মিয়া(২৫) পিতা আঃ শহীদ নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানা পান্না তাকে বিনাশ্রমে একমাসের কারাদণ্ড প্রদান করে রাঙামাটি জেল হাজতে পাঠান।

সূত্র জানায়, চন্দঘোনা নারায়ানগিরি সরকারি স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মুন্সি বিভিন্ন অশালীন মন্তব্য করে এবং বলে ‘আমার সাথে কথা বলতে হবে এবং দেখা করতে হবে না হয়তো বিভিন্ন সমস্যা হবে’। প্রায় সে এভাবে উত্তক্ত করে বলে শিক্ষার্থীর পিতা চন্দ্রঘোনা থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়েরের পর থানা কর্মকর্তা জহিরুল ইসলাম ইভটিজিংকারি মুন্সিকে আটক করে কাপ্তাই নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানা পান্না তাকে বিনাশ্রমে একমাসের কারাদণ্ড প্রদান করে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে শিক্ষার্থীর পরিবার জানায়, আমরা আতঙ্কের মধ্যে আছি, ইভটিজার ছাড়া পাওয়ার পর না জানি আবার কোন ঘটনা ঘটায়।

Exit mobile version