parbattanews

কাপ্তাইয়ে স্থানীয় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

CRAL

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই ক্লাইমেন্ট রেজিলিয়েই ইকোসিস্টেমস্ অ্যান্ড লাইভলিহুডস( ক্রেল) প্রকল্পর উদ্যোগে “স্থানীয় স্টেকহোল্ডারস এর এক কর্মশালা” কাপ্তাই ইউপি পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই জাতীয় উদ্যান কর্ণফুলী সাইট এর অংশ্রগ্রহণমূলক ‘জলবায়ু বিপন্নতা সমীকরণ ফলাফল উপস্থাপন ও অভিযোজন প্রণয়ন এর উপকারিতা’ বিষয়ক ভিসিএফ, সিএমসি, ইউনিয়ন পরিষদ বন-কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ ও এনজিও প্রতিনিধিদের নিয়ে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এ,এম, শামমুল মুহিত চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, ক্রেল প্রকল্প কাপ্তাই সাইট অফিসার ইসামং মারমা, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহাজাহান, ক্রেল পাওয়ারপয়েন্ট নুনুএ রোয়াজা, শীলাদিত্য চাকমা, শীতল কুমার নাথ, রবিন চাকমা, প্যানেল চেয়ারম্যান সজিবুর রহমান প্রমুখ।

Exit mobile version