parbattanews

কাপ্তাইয়ে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক প্রধান অতিথির কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এ সময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী , কর্নফুলি সরকারি কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবিসহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন। দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আ’লীগ এবং অঙ্গসংগঠন সমুহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

Exit mobile version