parbattanews

কাপ্তাইয়ে স্যানিটারি ইন্সপেক্টরের নিরাপদ খাদ্য ব্যবহারে অভিযান

কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ হোসেন পবিত্র রমজান মাসে কাপ্তাই উপজেলার প্রতিটি দোকানে নিরাপদ খাদ্য ভেজাল মুক্ত পণ্য খুজে বেড়াচ্ছে।

কোন কোন মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করছে। ইতিমধ্যে বহু দোকানে বিভিন্ন ভেজাল পণ্য সামগ্রী সন্দেহ হলে তা পরীক্ষা- নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে মান যাচাই করা হচ্ছে। এমন কি ধূমপান, স্বাস্থ্য ক্ষতি করে ভেজাল পণ্য মানুষের মৃত্যু ঢেকে আনে এ সকল বিষয়ে প্রতি দোকানদা বা ব্যবসায়ীদের সচেতনতা বা পরামর্শ দিয়ে আসছে।

কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ হোসেন মঙ্গলবার (১৪ মে) কাপ্তাইয়ের শীলছড়ি বাজার পরির্দশন করে এবং সকল ব্যবসায়ীদের ভেজাল পণ্য বিক্রয়ে বিরত থাকার আহবান জানান।

তিনি এই প্রতিনিধি কে বলেন, চেস্টা করছি যেন কেউ ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় না করে। আমার দায়িত্ব পালন করছি। নিষেধ করার পরও যদি কেউ ভেজাল বা মেয়াদত্তীর্ণ পণ্য বিক্রয় করে, এমন খবর পাওয়া গেলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

Exit mobile version