parbattanews

কাপ্তাইয়ে সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

রাঙামাটির কাপ্তাই-চট্রগ্রাম প্রধান সড়কের উপর গাছ পড়ে আধাঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। বুধবার (২০ জু্লাই) সকাল সাড়ে ১১টায় কাপ্তাইয়ে প্রবল বৃষ্টিপাতে বালুচর নামক এলাকায় সড়কের উপর তিনটি গাছ ধসে পড়ে। এতে করে কাপ্তাই-চট্রগ্রাম সড়কের দুই পাশের সকল যানচলাচল বন্ধ হয়ে যায়।

ইতোমধ্যে সড়কের দুই পাশের শত শত যানচলাচল বন্ধ হওয়ার ফলে যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ও সবুজ এবং যাত্রীরা মিলে গাছ কেটে সড়ক পরিষ্কার করা হয়। প্রায় আধা ঘন্টা পর পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় যাত্রীরা জানান, সড়কের পাশে বসবাসরত লোকেরা বাসা-বাড়ি নির্মাণ করার জন্য গাছের নিচ থেকে মাটি নেওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এদের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরও এমন ঘটনা হওয়ার আশঙ্কা আছে।

Exit mobile version