parbattanews

কাপ্তাইয়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতিতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন 

গণতান্ত্রিক পদ্ধতিতে কাপ্তাই উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শনিবার( ২৫জানুয়ারি ২০২০) শান্তিশৃঙ্কলা, আনন্দ, উৎসবে বিরতীহিন ভাবে সকাল ৯টা হতে দুপুর ২টা পযন্ত ভোট গ্রহণ চলে।

এদিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন পরিদর্শন করতে গেলে দেখা যায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা লাইনধরে শৃঙ্খলাভাবে ভোট প্রদান করছেন। উক্ত নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগদ্বারা ভোট গ্রহণ চলছে।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ তরিকুল ইসলাম(১০ম শ্রেণীর ছাত্র), প্রতিনিধিকে এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে কোন অনিয়ম হলে আমরা তাৎক্ষনিক তার ব্যবস্থা নেব। এখানে কোন অনিয়ম বা দুর্ণীতির সুযোগ নেই। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহম্মদ বলেন, একযোগে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেমল হোসেন বলেন, ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত ১০টি পদে নির্বাচন হবে। তবে বিজয়ী হবে ৮জন। মোট ৫৮০জন ভোটারের মধ্যে তাদের নিজ, নিজ পছন্দনীয় প্রার্থীরা এ আাটজনকে নির্বাচিত করবে। আর যারা নির্বাচনে বিজয়ী হবে তারা স্কুলের প্রধান, ও শ্রেণি শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের উন্নয়ন,পরিস্কার পরিচছন্নতা, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে সম্বনয় করবে বলে উল্লেখ করেন।

এদিকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা হল শারমিন আক্তার(১০ম শ্রেণী), জুলকার নাঈম ফারদীন(১০ম শ্রেণী), নুর নাহার (৯ম শ্রেণী), সীমন তংচ্যাঙ্গা( ৮ম শ্রেণী), মোঃ সিয়াম( ৭ম শ্রেণী), কান্তা দাশ(৭ম শ্রেণী), আয়শা আক্তার আনিকা(৬ষ্ঠ শ্রেণী) ও ইমন আহম্মদ( ৬ষ্ঠ শ্রেণী)।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তার সমর্থকরা উল্লাস করতে দেখা যায়।

উল্লেখ্য উক্ত নির্বাচনে শিক্ষকরাও দায়িত্ব পালন করেন।

Exit mobile version