parbattanews

কাপ্তাইয়ে ৭টি কালিম পাখি উদ্ধার করলো বন বিভাগ

রাঙ্গামাটি কাপ্তাই বিউবো প্রজেক্ট এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে এক অভিযানে বন বিভাগ খামারির বাসা হতে পাখিগুলো উদ্ধার করা হয়।

সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন (কর্ণফুলী সদর), জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো. হাসান এ অভিযান পরিচালনা করে।

হোসাইন জানান, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাকে জানান। পরে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্ধার করি।

পাখি লালন-পালনকারী জানান, আমি আগে জানতাম না যে এই পাখি আটকে পালন করা ও ধরা আইনগত অপরাধ। জানলে আর পাখিগুলো আটকিয়ে রাখতাম না। এসময় পাখি পালন করবে না বলে তিনি মুচলেকাও দেয় বন বিভাগের নিকট।

উদ্ধার পাখিগুলো বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version