parbattanews

কাপ্তাইয়ে ৭ দিন মেয়াদী ‘ছাগল পালন প্রশিক্ষণ’ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ছাগল পালন বিষয়ে এলাকার বেকার যুবক-যুবতীদের নিয়ে ৭ দিন মেয়াদী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার শিল্প এলাকায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন সিএস জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. তাহামিনা আরজু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়নের সিএস মো. জাকির হোসেন, সাংবাদিক কবির হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে পরিবার তথা সমাজের উন্নয়নে স্বাবলম্বী হওয়া সম্ভব। কাজেই স্বাবলম্বী হলে রাষ্ট্রে কোন যুবক-যুবতী বেকার থাকবেনা। যার ফলে রাষ্ট্র তথা দেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে।

Exit mobile version