parbattanews

কাপ্তাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই রাইখালীস্থ নারানগিরি দূর্গমপাহাড়ী এলাকার বড়পাড়া নামকস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫২পরিবারকে কাপ্তাই সেনা জোন ৫আরই অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান, পিএসসি, সোমবার বিকালে নগদ একলাখ ৫৬হাজার ৫শ’টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গাল হালিয়া সেনা ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদুল হক ও রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা।

মঙ্গলবার সাবেক পার্বত্যপ্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিপরিবারকে ২হাজার টাকাসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

এসময় রাঙ্গামাটি জেলা, কাপ্তাই ও রাইখালী আ’লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বর্তমানে সকল পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।

উল্লেখ্য রোববার বিকালে ওই উপজাতীয় মারমা পাড়ায় সোলার শর্টসার্কিট হতে আগুন লেগে ৫২টি পরিবার আগুন লেগে ছাই হয়ে যায়।

Exit mobile version