parbattanews

কাপ্তাই আইনশৃঙ্ক্ষলা কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা হাসপাতালে ঔষধ নেই, ডাক্তার নেই, সেবা মিলেনা, পানি সমস্যা, কোন মিটিং না করে কমিটির স্বাক্ষর নিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা কমিটিতে ওসি উপস্থিত না থাকায় ক্ষোভ এবং পলিটেনিকের ১৮ ছাত্রকে বিভিন্ন বইসহ মেস হতে আটক, কাপ্তাই উপজেলা মাসিক আইন শৃঙ্ক্ষলা কমিটির আগত সদস্যরা এসকল বিষয় নিয়ে আলোচনা করে।

কাপ্তাই উপজেলা মাসিক সভা বুধবার ( ১৬ আগস্ট) উপজেলা রেস্টহাউজ কক্ষে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্ক্ষলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, কাজী মাকসুদুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, খ্যাইঅং মারমা, সায়ামং মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেনসহ প্রমূখ।

এসময় উপজেলা আইনশৃঙ্ক্ষলা কমিটির সদস্য, বিজিবি, সংবাদ কর্মীসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

Exit mobile version