parbattanews

কাপ্তাই উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল নিয়ে মতবিনিময় সভা

k-h-s-05-12-2016-1-copy

কাপ্তাই প্রতিনিধি:

এসএসসি পরীক্ষার্থী-২০১৭ এর কাঙ্খিত ফলাফল নিশ্চিতকল্পে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটি নেতৃবৃন্দের নিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার আয়োজিত এ সভায় সভাপতি ছিলেন  প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অরুন কুমার চাকমা, আনোয়ার হোসেন, নবী হোসেন, পারল আক্তার, শাহজামান (জামাল), অভিভাবক সাংবাদিক কবির হোসেন, শিক্ষক বাদল চন্দ্র দে, এবিএম সিরাজুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের বিশেষ ক্লাস এর সময় বৃদ্ধি, প্র্যাক্টিকেল করানোর প্রস্তাব করে। অভিভাবকরা বলেন, ছাত্রদের ভালো ফলাফলের জন্য  তাদের প্রতি আরও ভাল করে নজর রাখতে হবে।

শিক্ষকমণ্ডলী অভিভাবকদের বলেন, আমরা তো নজর রাখব তার  পাশাপাশি আপনারা এগিয়ে আসলে আগামীতে শিক্ষার্থীরা ভাল ফলাফল করবে বলে আশা করি।

Exit mobile version