parbattanews

কাপ্তাই উপজেলায় জাতীয় শোক দিবস পালন

 

কাপ্তিই প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক  দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা এবং রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে জাতির জনকের প্রতি পুস্পমাল্য অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলায় র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, চন্দ্রঘোনা থানা কর্মকর্তা(ওসি) মাহামুদুল হাই, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কৃষকলীগ সম্পাদক শামসুজ্জামান, যুবলীগ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিক, স্বেচ্ছাসেকলীগ সস্পাদক একরামুল হক এবং ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন।

পরে রচনা ও বক্তৃতা প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিনটিকে স্মরন করে ইসলামিক ফাউন্ডেশন, বিদ্যুৎ সরবরাহ, সুইডেন পলিটেকনিক, কলেজ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন পৃথক পৃথকভাবে কার্যক্রম পালন করে।

Exit mobile version