parbattanews

কাপ্তাই উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে ২১৬ আনসার-ভিডিপি সদস্য

কাপ্তাই প্রতিনিধি:

একাদশ সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১৮টি নির্বাচনী কেন্দ্রে সেনা, বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে আনসার ভিডিপি সদস্যরা।

কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, প্রতি বছর আনসার ও ভিডিপির সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। শনিবার(২৯ ডিসেম্বর) কাপ্তাই উপজেলার ১৮টি কেন্দ্রে ২১৬জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালনে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত স্থানে চলে গেছে। ১৮টি কেন্দ্রে ১৮টি অস্ত্র, ১৮০ রাউন্ড গুলি, এবং সরকার কর্তৃক দেয়া প্লাস্টিক লাঠি, বাঁশি সরবরাহ করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে দশজন আনসার দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে প্রতি সদস্যকে শুকনা খাবার বাবদ নগদ ৫শ’ টাকা প্রদান করা হয়েছে। এবং সঠিক ভাবে দায়িত্ব পালনের নিয়মাবলী ও  নির্দেশনা  প্রদান করা হয়েছে।

Exit mobile version