parbattanews

কাপ্তাই উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ

answer-bdp-copy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রোববার দশ দিনব্যাপী  গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্স বিএফআ্ইডিসি চিত্তবিনোদন ক্লাবে  উদ্বোধন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবু কাউছার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, কাপ্তাই এলপিসি সহ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তক আহমেদ, স্থানীয় খালেকুন নুর সিকদার, সাংবাদিক কবির হোসেন, ইউপি সদস্য পারভিন আক্তার, টিআই রানা ভট্টাচার্য, পিসি আজিম উদ্দিন, শুক্কু বড়ুয়াসহ প্রমূখ।

প্রশিক্ষণে এলাকার বেকার ও শিক্ষিত ৬৪ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।

Exit mobile version