parbattanews

কাপ্তাই উপজেলা পরিষদ ও প্রশাসনের ইফতার মাহফিল

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে উপজেলা রেস্ট হাউজ কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এস এম মরিুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ৫ আর ই অধিনায়ক লে. কর্নেল কামাল উদ্দিন, ১০ ইবি অধিনায়ক লে. কর্নেল শরিফ মো. আমান হাসান, ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কেপিএম জিএম প্রশাসন আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক রঞ্জিত চাকমা, কর্ণফুলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, এলপিসি সহ-মহাব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদ্যৎ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মাসুদ আহমেদ চৌধুরী, সাংবাদিক কবির হোসেন, কাজী মোশারর হোসন চৌধুরীসহ প্রমূখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই ডিজিএফ প্রতিনিধি মো. ফারুক,আনসার বিডিভি কর্মকর্তা মো. কাউছার, কাপ্তাই থানা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, তথ্য অফিসার মোহাম্মদ হারুন, সিনিয়র মৎস্য অফিসার আবু বক্ককর ছিদ্দিক, নৌবাহিনী স্কুল প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া, সহ-উপজেলার বিভিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ সয়ম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ক্যাপ্টেন মনিরুজ্জামন বলেন, রোজা হল সংযমের মাস আমরা এ মাসে সংযমের সাথে রোজা পালন করব। মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সদর মসজিদের ইমাম মাওলানা আবু বক্কার ছিদ্দিক।

Exit mobile version