parbattanews

কাপ্তাই উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি:

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে করনীয়, ইমাম-মুয়াজ্জিম কন্যাণ  ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স ও কাপ্তাই উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮মার্চ) বিকাল তিনটায় উপজেলা রেস্টহাউজ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং কাপ্তাই থানার ওসি( তদন্ত) মো. নুরুল আলমের সভাপতিত্বে এবং ইফার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূইয়ার সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বক্তব্য রাখেন সাংবাদিক কবির হোসেন, বড়ইছড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ইফার কেয়ার টেকার মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল ছালাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ইমামরা হল সমাজের নেতা, আপনেরা ভাল কাজে আদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য সকলকে পরামর্শ দিবেন। তিনি বলেন, সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর ব্যাপারে ইমামরাই পারেন জনসচেতনতা সৃষ্টি করতে। তাই সমাজের সকল ইমামকে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version