parbattanews

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা রেস্ট হাউজ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় বাল্য বিবাহ, এলাকায় চুরি, খাদ্যে ওজনে কম দেওয়া, গাড়ি চলাচল, শব্দ দূষণ, অবৈধ দখল, প্রগতি সংসদ ক্লাব খুলে দেওয়া, কমিউনিটি ক্লিনিকে বন্ধ রেখে আন্দোলনসহ বিবিধ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। আলোচনা করেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ।

এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুরনাহার বেগম, হেডম্যান থোয়াইঅং মারমা, কাজী বাবুল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ডা. নিতিশ চাকমা, চন্দ্রঘোনা থানার ওসি সৈয়দ মাহামুদ, ইউপি সদস্য অজয় সেনসহ প্রমুখ।

এ সময় কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর বলেন, জানুয়ারি মাসে কাপ্তাই ইউএনওর বাসায় চুরি, ওয়াগ্গার একটি দোকানে চুরির  ঘটনা ঘটেছে আমরা এ ব্যাপারে কঠোর নজরদারি ও সন্ধান করছি। আমাদের পাশাপাশি আইন-শৃঙ্খলার সকল কমিটির লোকজনের সহযোগিতা ও চুরি যাওয়া মালামালের সন্ধান চান ওসি।
সভায় আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Exit mobile version