parbattanews

কাপ্তাই ও রাইখালী মাদক সম্রাটদের আটকের দাবি আইনশৃঙ্খলা সভায়

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ও রাইখালী মাদক সম্রাটদের অচিরেই আটক ও অতি দ্রুত মাদক মুক্ত করার জন্য কাপ্তাই উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় সকলকে আহ্বান জানানো হয়।

১৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা মাসিক সভা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাগর চক্রবর্তী, কাজী মাকসুদুর রহমান বাবুল, থোয়াইঅং মারমা বলেন, কাপ্তাই নতুন বাজার একটি ক্লাবে বসে একটি চক্র ইয়াবা বেঁচাকেনা করে যুব সমাজকে বিপথে নেওয়া নিয়ে যাচ্ছে।

তার রাইখালী ইউনিয়নের ইয়াবা সম্রাট খ্যাজাইয়াকে আটক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান করা হয়।

এ মাদক সম্রাটের ব্যাপারে সম্প্রতি রাইখালীর সাধারণ জনগন মানব বন্ধন ও র‌্যালী করেছে বলে উল্লেখ করেন বক্তারা।

এছাড়া রোহিঙ্গারা যাতে করে কাপ্তাই তথা পার্বত্য এলাকায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে সচেতন থাকার জন্য সভায় আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নূরনাহার বেগম, ওসি সৈয়দ আহম্মদ নূর, অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, এলপিসির সহ-মহব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহমেদ, সাংবাদিক কবির হোসেন, ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, খ্যাইসাঅং মারমা, চিরনজীত তংচঙ্গ্যা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ।

সভায় উপজেলা আইনশৃঙ্কলা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

Exit mobile version