parbattanews

কাপ্তাই কর্ণফুলী নদী হতে বিরল প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি:

সাগরের বিরল প্রজাতির একটি ডলফিল কাপ্তাই কর্ণফুলী নদী হতে মৃত উদ্ধার করা হয়েছে। শুক্রবার কাপ্তাইয়ের ব্যাংডছড়ি নামক এলাকায় হারুন নামের একজন জেলে তার বড়শিতে মৃত অবস্থায় পাঁচ ফুট দৈঘ্যের প্রায় ৫০-৫৫কেজি ওজন ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটি পুরুষ প্রজাতির বলে জানাযায়।

কর্ণফুলী নদীর জেলেরা বলেন, আমরা বহুবছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ জালে বা বড়শিতে শিকার করেছি কিন্তু কখনও ডলফিন মাছ দেখিনি বা শিকারও করেনি। ডলফিনটি দেখে প্রথমে কেউ চিনতে পাড়িনি। পরে স্থানীয় লোকজন এটিকে ডলফিন মাছ বলে জানায়।

এলাকার অভিজ্ঞ মহল মনে করেন সাগরের ডলফিন কি ভাবে নদীতে আসে। মন্তব্য করেন ভুলক্রমে এরা সাগর হতে নদীতে ঢুকে পড়েছে। ডলফিনটিকে মৃত অবস্থায় পাহাড়ি পল্লীগুলোতে বিক্রয় করার জন্য নেওয়া হলে বিক্রয় করতে না পেরে নদীতে ফেলে দেওয়া হয় বলে এলাকার মো. আনোয়ার হোসেন জানান।

Exit mobile version