parbattanews

কাপ্তাই কুকিমারায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন কুকিমারা পাড়ায় ১৩ তম মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে তিনটায় কুকিমারা পাড়া মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুইংয়া রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থার আয়োজনে কুকিমারা পাড়া শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি হ্লাংহ্লামং মারমার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এতে প্রধান আর্শীবাদক ছিলেন কুকিমারা ধাম্মা সুখ বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. বিসারাদা মহাথের।

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক চথুইপ্রু মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা।

অনুষ্ঠানে প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত ১শ ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কালচারাল অফিসার চথুইপ্রু মারমার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version