parbattanews

কাপ্তাই কেপিএম’এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে কেপিএম বারঘোনা মার্কেটে গভীর রাতে ভায়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসায়ী দোকান  পুরে ছাই হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকারও অধিক বলে জানাগেছে।

এলাকাবাসী জানায়, কনকনে যখন শীত তখন সকল ব্যবসায়ীরা রাত দশটার পর দোকান বন্ধ করে ঘরে ফিরে যায়। কয়েক ঘন্টা পর রোববার দিবাগত (৬ জানুয়ারি) গভীর রাত ২টা বাজে হঠাৎ এলাকার লোকজন এর আর্ত চিৎকার আর কান্না শুনে সকলেই ঘুম থেকে উঠে দেখে বারঘোনা ব্যবসায়ী মার্কেটে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিসসহ আরও তিনটি ইউনিট দ্রুত এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মজনু সওদাগারের দোকান হতে বৈদ্যুতিক শট সার্কিটের সুত্রপাত ঘটে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত লোকজন জানান, আমার  সহায়-সম্বল যা ছিল তা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৭ জানুয়ারি) এলাকার ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ঘটনা স্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়ে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের বরাবরে আমি ১৬টি দোকানের  ক্ষতিগ্রস্ত তালিকা পাঠিয়েছি বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version