parbattanews

কাপ্তাই কেপিএম টিলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

J CHIRMEN copy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই নতুন বাজার কেপিএম টিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের মধ্যে শনিবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা  চাল, ডাল, তৈল, পিয়াজ, রোসন, আলু, হাড়ি-পাতিলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে।

এ সময় রাঙ্গামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুছা মাতাব্বর, জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির সভাপতি সাগর চক্রবত্তী, সম্পাদক শামসুল আলম নুর মুন্না, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিনসহ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সকলকে শান্তনা প্রদান করেন।

এছাড়া  জেলা পরিষদ  চেয়ারম্যার বৃষকেতু চাকমা নতুন বাজার এলাকা পরিদর্শন করার পর বাজার সমিতির  নবগঠিত কমিটির পক্ষ হতে ফুল দিয়ে শুভেছা জানানো হয়। নতুন বাজার সমিতির কমিটির নেতৃবৃন্দ মাল্টিপারপাস বিল্ডিং,পানির প্রকল্প এবং ড্রেন সংস্কারের কথা জানালে চেয়ারম্যান দু’টি প্রকল্পের কাজ চলতি অর্থ বছরে বাস্তবায়ন করার কথা অশ্বাস প্রদান করে।

উল্লেখ্য ইতি পূর্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকদের জেলা পরিষদ হতে ৩৩ পরিবারকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।

Exit mobile version