parbattanews

কাপ্তাইয়ে খ্রীস্টিয়ান হাসপাতালে গভীর রাতে আতশবাজি রোগীদের মধ্যে আতংক

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে গভীর রাতে আতশবাজির শব্দের আতংকে হাসপাতালের সকল রোগী ও ডাক্তার নার্স। কাপ্তাই থানায় অভিযোগ দায়ের।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স কোয়াটারের পাশে কেবা কারা ২ থেকে ৩টি আতশবাজি ফুটালে হাসপাতাল জুড়ে রোগী, নার্স, ডাক্তার ও কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। রোগীদের মাঝে চিৎকার ও কাঁন্নার রোল পড়ে যায়।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার চাকমা বলেন, গভীর রাতে আতশবাজি ফুটিয়ে আতংক সৃষ্টি করা। আবার হাসপালাত মধ্যে। এ ধরনের কাজ কোন সভ্য লোকের পক্ষে করা সম্ভব নয়। বৃহস্পতিবার সকল হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়কে কেন্দ্র করে ডাক্তার, নার্স ও অফিস কর্মচারীদের নিয়ে জরুরী বৈঠক করেন বলে তিনি জানান।

তিনি বলেন, এ ব্যাপারে আমাদের পক্ষ্য থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সমান্ত বলেন, হাসপাতাল পরিচালক প্রয়াত ডাক্তার মং স্টিফেন চৌধুরী মারা যাওয়ার পর থেকে হাসপাতাল নিয়ে দু‘টি পক্ষ্যের মধ্যে দ্ব- চলে আসছে। আমরা এর আসল রহস্য বের করে দোষিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version