কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারাধ্যক্ষ মহা সংঘনায়ক উপাধিতে ভুষিত

Kaptai Pic- 001

মো. রেজাউল করিম, কাপ্তাই:
কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরকে ”রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক” উপাধিতে ভুষিত করা হয়েছে। গত শুক্রবার (২১ জুন) চিংম্রং বৌদ্ধ বিহারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভদন্ত পামোক্ষা মহাথেরকে সংবর্ধনা ও উপাধী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বোমাংগ্রী রাজা উচপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজকুমার চহ্লা প্রু জিমি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিৎমরম ইউপি চেয়ারম্যান প্রকৌশলী থোয়াইচিং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য-সচিব উঃ সুমানা মহাথের, উঃ চাইন্দাওরা মহাথের, উঃ চাইন্দ্রামনি মহাথের। সংবর্ধনা সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের পাঁচ শতাধিক ভিক্ষু এবং হেডম্যান, কার্বারীগণ অংশ গ্রহন করে।
উল্লেখ্য বান্দরবানের মহা সংঘনায়কের মৃত্যুর পর ১৭তম বোমাংগ্রী রাজা উচাপ্রু চৌধুরী ভিক্ষু ও
দায়ক দায়িকাদের সর্বসম্মতিক্রমে কাপ্তাইয়ের চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষকে ”রাজ নিকায় মার্গের
মহা সংঘনায়ক” উপাধিতে ভুষিত করেন। এ বিহারটিকে পাহাড়ীরা পার্বত্য চট্টগ্রাম বড় বিহার হিসেবে
গন্য করে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারাধ্যক্ষ মহা সংঘনায়ক উপাধিতে ভুষিত”

  1. পার্বত্যনিউজ.কম পত্রিকা পড়ে খুব ভাল লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন