parbattanews

কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকায় রাতারাতি জবর দখল করে গৃহনির্মাণ

নির্বাচনের পর রাঙামাটির কাপ্তাইয়ে জবর দখল করে রাতারাতি গৃহনির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাতে জাকির হোসেন স্ মিল এলাকায় একদল দুর্বৃত্ত মিলে রাতারাতি গৃহনির্মাণ করেছে।

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) হতে ৫.৭০ একর জায়গা সম্প্রতি লিজ নেয় মালিক আদিল হোসেন। এবং প্রতি বছর উক্ত জায়গার খাজনা মালিক পক্ষ পরিশোধ করে আসছে। কিন্তু কিছু ভূমি দস্যুর নোংরা ইশারায় একের পর এক উক্ত জায়গা জবর দখল করে আসছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে মালিক পক্ষ অভিযোগ করে।

উক্ত জাকির হোসেন স মিলের কেয়ার টেকার মো. ফারুক খান জানান, বিএফআইডিসি হতে ৫.৭০ একর জায়গা হতে লিজ নেয়া জায়গায় একজন ভূমিদস্যুর ইশারায় কিছু দুর্বৃত্ত মিলে একের পর এক জায়গা দখল নিচ্ছে। এবং আমাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি রাতারাতি জবরদখল কারিদের বিচার চাই। এ বিষয়ে বিভিন্ন প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version