parbattanews

কাপ্তাই জাতীয় উদ্যানে ফের অজগর অবমুক্ত

কাপ্তাই জাতীয় উদ্যানে উদ্ধার হওয়া অজগর অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাপ্তাই রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের বনকর্মীরা উদ্বার হওয়া অজগর সাপটি জাতীয় উদ্যানে গভীর অরণ্য অবমুক্ত করা হয়।
রাঙ্গামাটি সদর উক্ত সাপটি রানী দয়াময় প্রাক্তন এক স্কুল শিক্ষার্থী উদ্ধার করে এডিসি অতিরিক্ত সার্বিক ও বন বিভাগকে খবর দেয়।

পরে রাঙ্গামাটি বিভাগীয় কর্মকর্তা এটি উদ্বার করে কাপ্তাই জাতীয় উদ্যানে ছাড়ার নির্দেশনা করে। উদ্বার হওয়া অজগরটি দৈর্ঘ্য ৮ফুট ও ওজন প্রায় ১০কেজি বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।

বিকালে অজগরটি বনে অবমুক্ত করার সময় রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মো.কবির হোসেন, ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version