parbattanews

কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

রাঙামাটি জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছ বন বিভাগ।

রবিবার (২৮ মে) সন্ধায় ৬টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ লজ্জাবতী বানরটি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে।

গত শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বনবিভাগের রাজস্থলী রেঞ্জ এলাকা থেকে পাচারকালে বানটি উদ্ধার করে বন বিভাগ।

রাঙামাটি বন সার্কেল বন সংরক্ষক মো. মিজানুর রহমানের নির্দেশ মোতাবেক কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও), রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়া, মো. হাসান (বন প্রহরী) জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা এটি বিপন্ন প্রজাতির প্রাণী। ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন এই বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি।

Exit mobile version