parbattanews

কাপ্তাই জয়কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও ধর্মীয় সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই লগগেইট জয়কালী মায়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্বজনীন মহতী ধর্মসভা অষ্টপ্রহরব্যাপী জয়কালী মন্দির কার্যকরী পরিষদের আয়োজনে মন্দিরের সভাপতি সমীর প্রসাদ ধর এর সভাপতিত্বে বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় মন্দিরে অনুষ্ঠিত হয়।

ধর্ম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বামী ১০৮ বিবোধানন্দ সরস্বতী মহারাজ।

স্বাগত বক্তব্য রাখেন, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, ত্রিদীপ কান্তি দাশ, বিকাশ ত্রিপুরা, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাদল চন্দ্র দেসহ প্রমুখ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছ্না চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা প্রমুখ।

প্রধান অতিথি দীপংকর তালুকদার ধর্মীয় সভায় সকলের ধর্মের গুণাগুণ তুলে ধরেন। যার যার ধর্ম তাকে শান্তিপূর্ণ ভাবে পালন করাসহ ওই মন্দিরের পানি ও শ্বশানখোলার সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

Exit mobile version