parbattanews

কাপ্তাই থানার উদ্যোগে করোনা সচেতনমূলক লিফলেট বিতরণ

কাপ্তাই থানা কর্তৃক করোনা সচেতনমূলক লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং করা হয়

নভেল করোনাভাইরাস(কভিড-১৯) প্রতিরোধে কাপ্তাই থানা সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বাজারমূল্য পরিদর্শন করেছে।

কাপ্তাই থানা শনিবার(২১মার্চ) সাড়ে  ১২টায় নভেল করোনাভাইরাস প্রতিরোধে নতুনবাজার ও জেটিঘাট এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ মাইকিং করা হয় ।

রাঙ্গামাটি পুলিশ প্রশাসরেন পক্ষ হতে লিফলেটে জানান, নভেল করোনা ভাইরাস আক্রান্ত দেশসমূহ থেকে ফেরত আশা ব্যাক্তি ১৪দিন নিজ গৃহে অবস্থান করতে হবে।

হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরতর থাকুন। তিন ফুট দুরত্ব বজায় রেখে কথা বলুন। এছাড়া হাঁচি, কাশি দেওয়ার সময় টিস্যু ও রুমাল ব্যবহার করুন এবং বিদেশ ফেরত কোন ব্যাক্তি বাহিরে চলা ফেরা করলে জরুরী ভাবে আইনশৃঙ্গলা বাহিনীকে ৯৯৯এ কল করুন।

সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি বাজারের নিত্যপন্যর দাম নিয়ে খোঁজ খবর নেন এবং সংকট না করে স্বাভাবিক নিয়মে নিত্যপন্য বিক্রয়ের জন্য দোকান মালিকদের প্রতি আহ্বান জাননা।

এসময় কাপ্তাই সার্কেল জুনায়েত কাউছার অতিরিক্ত পুলিশ সুপার,কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন,কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরীসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।

Exit mobile version