কাপ্তাই থেকে পাচারকালীন মাছসহ সিএনজি আটক

fec-image

বন্ধকালীন রাঙামাটি কাপ্তাই হ্রদের মাছ সড়ক পথে পাচারকালীন যৌথ অভিযানে কাপ্তাই বিজিবি, বিএফডিসি ও নৌ পুলিশ সিএনজিসহ চালক হোসেন মিয়াকে টেংড়া, চিংড়ি, আড়াই কাঁচকি ও চাপিলা ৬০কেজি কাঁচা মাছসহ বৃহস্পতিবার আটক করা হয়েছে।

আটক মাছগুলো সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বাজারে ১৫ হাজার টাকা বিক্রয় করে দেয়া হয়েছে। এবং বিভিন্ন বিবেচনায় সিএনজি (চট্রমেট্রা-ক,১৩-২২৩৪)আটক রেখে পাচারকারীকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান, বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্র প্রধান। কাপ্তাই বিএফডিসির উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম জানান, প্রজনন মৌসুমে তিন মাস যাবৎ কাপ্তাই হ্রদে মাছ প্রজনন, আহরণ, পরিবহণ ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। ইতিপূর্বে অবৈধভাবে মাছ শিকার করায় যৌথ অভিযানে নৌকা ও জাল আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন