parbattanews

কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

S

কাপ্তাই প্রতিনিধি:

‘মাহে রমজানের দ্রব্য মূল্য সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং আমাদের করণীয়‘ শীর্ষক এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সোমবার বিকাল ৪টায় উপজেলা রেস্টহাউজ কক্ষে উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কর্নফুলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার নবগত ওসি সৈয়দ মোহাম্মদাদ নুর, ব্যবসায়ী কাজী শামসুল আলম আজমির,

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, সাংবাদিক, সকল ইউনিয়নের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেন, আমরা একটু সহনশীল, আন্তরীক হলে বাজার দ্রব্যমূল্য সহনীয় রাখা সম্ভব। তাই পবিত্র রমজান মাসে এর প্রতি যথাযথ লক্ষ্য রাখা প্রয়োজন।

Exit mobile version