parbattanews

কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ক্ষুদ্র ব্যবসায়ীদের ত্রাণ সামগ্রী বিতরণ

ঐতিহ্যবাহী কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর আয়োজনে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী,কর্মহীন অসহায় লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রোববার(১০মে) ১২টার দিকে ২ শত পরিবারের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, তেল, আলু ত্রাণ সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসকল ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেন কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, নতুন বাজার বণিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পদাক একরামুল হক, বিএফআই ডিসি স্কুল প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমুখ।

নতুনবাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক মো. একরামুল হক বলেন, দীর্ঘ ২মাসেরও অধিক সময় ধরে করোনা ভাইরাস সংক্রামণের ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা একেবারে বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে। তাই উপহার হিসাবে তাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হল।

Exit mobile version