parbattanews

কাপ্তাই নারী ও শিশু উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি:

তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে) নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সচেতনতামুলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিশু ও নারী উন্নয়নে উপজেলা রেস্ট হাউজ কক্ষে ওরিয়েন্টশন কর্মশালা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, অটিজম, শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচচ্ছন্নতা, যৌতুক, বাল্য বিবাহ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ বিবিধ বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোহা. হারুন।

এসময় উপরোক্ত বিষয়ে বক্তব্য রাখেন সাকেব উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, বুব্রত বিকাশ তংচঙ্গ্যা, সমাজ সেবা  কর্মকর্তা সুইফুল ইসলাম, ডা. মো. সেলিম, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, সাংবাদিক করিব হোসেন, নজরুল ইসলাম লাভলু, ঝুলন দত্ত, নুর হোসেন মামুন,আলমগীর কবির,সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান, প্রধান শিক্ষক খালেদা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশণ বড়ুয়া প্রমুখ।

Exit mobile version