parbattanews

কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির পানিবক অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির পানি বক অবমুক্ত।

জেটি ঘাট এলাকায় কয়েকটি কাক একটি ছোট বককে তাড়া করছে। এলাকার দোকানদার অপু কান্তি ধর ঐ কাকের নিকট হতে পানি বকটিকে আহত অবস্থায় উদ্বার করে বন বিভাগের নিকট দেয়।

বন বিভাগের রাইংখিয়ং বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির ষ্টেষণ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক শেখ উদ্বার কৃর্ত বকটিকে নিজে হেফেজতে নিয়ে আনে এবং সেবাযত্ন ও সুস্থ করে (বুধবার) কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে দেয়।

তিনি জানান, এ ধরনের বিরল প্রজাতির বক এখন আর তেমন চোখে পড়ে না। তবে এটি পানি বক বলে তিনি উল্লেখ করেন। এসময় বিট কর্মকর্তা টিপু সুলতানসহ বিভিন্ন বন কর্মকর্তা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ করিব হোসেন উপস্থিত ছিলেন।

Exit mobile version